জামা‘আত চলাকালীন সময়ে এক মুসল্লী দাঁড়ানো অবস্থায় ঘুমিয়ে যায়। যার ফলে ইমাম সাহেবের সাথে রুকূতে শামিল হতে পারেনি। ইমাম সাহেব যখন সিজদায় চলে গেছেন, তখন সেই ব্যক্তির ঘুম ভাঙ্গে। এমতাবস্থায় সেই ব্যক্তি রুকূ করে সিজদায় শামিল হয়। প্রশ্ন হল তার নামায হয়েছে কি?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
বর্ণিত সুরতে উক্ত ব্যক্তির নামায আদায় হয়ে গেছে। কেননা, ইমামের অনুসরণের মধ্যে এক সুরত এটাও আছে যে, ইমামের পিছে পিছে ইমামের কোন রুকন আদায় করার পরে মুক্তাদীর কর্তৃক সেই রুকন আদায় করা।
- والله اعلم باالصواب -