নামাযের শেষ বৈঠকে শরীক হওয়া

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

শেষ বৈঠকে মুকতাদী জামা‘আতে শরীক হয়ে বসার পর পরই যদি ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেয়। তাহলে মুকতাদী কি সাথে সাথে দাঁড়িয়ে যাবে, না আত্তাহিয়্যাতু পড়ে দাঁড়াবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

শেষ বৈঠকে মুকতাদী জামা‘আতে শরীক হয়ে বসার পর পরই যদি ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেয় তাহলে মুকতাদী সাথে সাথে দাড়াবে না। বরং আত্তাহিয়্যাতু পূর্ণ পড়বে। অতঃপর দাঁড়িয়ে নিজের নামায নিয়মানুযায়ী আদায় করবে।

উল্লেখ্য যে, নামাযে শরীক হয়ে বসার পূর্বেই যদি ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেন, তাহলে ইক্তিদা সহীহ হবে না। সুতরাং এক্ষেত্রে পুনরায় তাহরীমা বেঁধে একাকী নামায পড়বে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ইমদাদুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৪০
  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৩৮০
  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৪৯৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১