ইমামের প্রথম ও শেষ বৈঠকে মাসবূক কি পড়বে?

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

আমি যুহর অথবা আসর অথবা ইশার নামায মসজিদে পড়তে গিয়ে দেখি জামা‘আতে এক রাকা‘আত নামায হয়ে গেছে। আমি দ্বিতীয় রাকা‘আতে শামিল হলাম। ইমাম সাহেব ও মুসল্লিরা যারা প্রথম হতে জামা‘আতে শামিল ছিলেন তারা দ্বিতীয় রাকা‘আত অন্তে বৈঠকে বসলেন এবং তাশাহহুদ পড়লেন। আমিও তাদের সাথে বৈঠকে বসলাম। কিন্তু এ সময় আমার মাত্র এক রাকা‘আত নামায আদায় হয়েছে। এই বৈঠকে এ সময় আমার কি আমল করতে হবে? তদুপরি ইমাম সাহেব তাঁর চার রাকা‘আত শেষে যখন বৈঠকে বসবেন, তখনই বা আমার কি আমল করতে হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ইমামের অনুসরণ জরুরী হওয়ার কারণে প্রথম বৈঠকে মাসবূকের (যার শুরুতে রাকা‘আত ছুটে গিয়েছে) যিম্মায় তাশাহহুদ পড়া ওয়াজিব হবে। না পড়লে, গুণাহগার হবে। তবে নামায হয়ে যাবে।

অনুরূপভাবে ইমাম সাহেব যখন আখিরী বৈঠকে বসবেন, তখনও মাসবূকের শুধু তাশাহহুদ পড়তে হবে। কিন্তু দরূদ শরীফ পড়বে না। সালাম ফিরানো পর্যন্ত ইমামের সাথে সময় কাটানোর জন্য মাসবূক ধীরে ধীরে তাশাহহুদ পড়বে এটাই উত্তম। তা সত্বেও যদি ইমামের পূর্বেই মাসবূক তাশাহহুদ থেকে ফারিগ হয়ে যায়, তাহলে পুনরায় ২য় বার তাশাহহুদ পড়বে, অথবা তাশাহহুদের শেষে যে কালিমায়ে শাহাদাত আছে, ইমামের সালাম ফিরানো পর্যন্ত তা দোহরাতে থাকবে, অথবা একবার তাশাহহুদ পড়ার পর চুপচাপ বসে থাকবে - এ তিন অবস্থায় যে কোনটি করা মাসবূকের জন্য জায়িয। তবে প্রথমটি উত্তম।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ইমদাদুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৪
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৭৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১