ফরজ নামাযের পূর্বের চার রাকাত সুন্নতের প্রথম বৈঠকের সময় জামাত শুরু হয়ে গেলে করণীয়

মাসিক আল কাউসারনামায৫ এপ্রিল, ২১

প্রশ্ন

যোহরের পূর্বে চার রাকাত সুন্নতে যদি প্রথম বৈঠকে তাশাহহুদ পড়া অবস্থায় ইকামত শুরু হয়ে যায় তাহলে করণীয় কী? সালাম ফিরিয়ে ফরয নামাযে শরীক হবে, নাকি চার রাকাত পূর্ণ করবে? জানালে উপকৃত হব।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

এ অবস্থায় বাকি দুই রাকাত পড়বে না; বরং বৈঠক পূর্ণ করে সালাম ফিরিয়ে জামাতে শরীক হবে। জামাত শেষ হওয়ার পর দুই রাকাত সুন্নত আদায় করে পূর্বের চার রাকাত সুন্নতও পড়ে নিবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৬৫১
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১২০
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৪১১
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৫৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১