নামাযের মধ্যে চুলকানো

ইসলামী জিন্দেগীনামায২৩ ফেব, ২১

প্রশ্ন

চুলকানীর রোগ থাকলে, নামাযের মধ্যে চুলকালে, তার কি হুকুম?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যদি নামাযের মধ্যে চুলকানো এমন জরুরী হয় যে, চুলকানো ব্যতীত খুশু-খুজুই ঠিক থাকবে না, তাহলে ১/২ বার চুলকালে নামায মাকরূহ হবে না। আর যদি ৩ বার এমনভাবে চুলকায় যে, প্রতি ২ বারের মাঝে এক রুকন (তিন তাসবীহ্ পরিমাণ) সময়ও বিরতি না হয়, তবে নামায নষ্ট হয়ে যাবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  •  আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩১৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১