নামাযের মধ্যে উযু ভেঙ্গে গেলে

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

জনৈক ব্যক্তি বলে থাকেন, নামাযের মধ্যে উযু ভেঙ্গে গেলে কারো সাথে কথা না বলে পুনরায় উযু করে যে কয় রাকা‘আত বাকী ছিল তা পড়ে নিলেই চলবে। নামায পুনরায় শুরু থেকে পড়তে হবে না। এটা কি সঠিক?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কোন ব্যক্তির নামাযে উযু ভেঙ্গে গেলে সে কোন কথাবার্তা না বলে উযু করে এসে পূর্বের নামাযের সাথে যোগ করে বাকী নামায আদায় করবে, এটা জায়িয। তবে যোগ না করে পুনরায় তাকবীরে তাহরীমা বলে নতুন করে নামায পড়াই উত্তম। অতএব, জনৈক ব্যক্তির কথা ঠিক আছে। তবে নামায শুরু থেকে পড়া উত্তম কথাটিও তার বলে দেয়া ভাল ছিলো। যা না বলার কারণেই মূলতঃ বিষয়টি প্রশ্নের সৃষ্টি করেছে বলে মনে হয়

- والله اعلم باالصواب -

সূত্র

  • الهداية, খন্ড: , পৃষ্ঠা: ১২৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১