নখপালিশ থাকা অবস্থায় উযু গোসলের হুকুম

ইসলামী জিন্দেগীপবিত্রতা২২ ফেব, ২১

প্রশ্ন

নখপালিশ ব্যবহার করলে উযু হবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

উযুর মধ্যে যেসব অঙ্গ-প্রত্যঙ্গ ধোয়া ফরজ, তার একচুল পরিমাণ জায়গা শুকনা থেকে গেলে বা সেখানে পানি না পৌছলে উযু হবে না। নখপালিশ লাগানোর কারণে নখে পানি পৌছে না। অথচ নখে পানি পৌছানো ফরজ। তাই নখপালিশ লাগালে উযু ও ফরজ গোসল কিছুই হবে না । বরং, সে নাপাক থেকে যাবে এবং তার নামায, কুরআন তিলাওয়াত কিছুই জায়িয হবে না, বরং হারাম হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১