নাপাক জিনিস নিয়ে নামায আদায়

ইসলামী জিন্দেগীপবিত্রতা২৩ ফেব, ২১

প্রশ্ন

নাপাক কোন কাপড় বা অন্য কোন নাপাক জিনিস কোন কিছু দ্বারা পেঁচিয়ে পকেটে রেখে বা নিজের সাথে রেখে নামায আদায় করলে নামায সহীহ হবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক নাপাক কোন কাপড় বা অন্য কোন নাপাক জিনিস কোন কিছু দ্বারা পেঁচিয়ে বা এমনিতেই পকেটে বা নিজের সাথে রেখে নামায আদায় করলে দেখতে হবে যে, উক্ত নাপাকী জিনিস তরল কি-না? যদি তরল হয় এবং উক্ত নাপাক এক টাকার কয়েন এর চেয়ে বেশী হয়, তেমনিভাবে নাপাকী গাঢ় হলে আনুমানিক সিকি তোলা পরিমাণ থেকে যদি বেশী হয়, তাহলে এ পরিমাণ নাপাকী সাথে নিয়ে নামায সহীহ হবে না।

আর উল্লেখিত পরিমাণ হলে নামায মাকরূহে তাহরীমী হবে। সুতরাং উভয় সুরতে নামায পুনরায় আদায় করা উচিত। অবশ্য এর চেয়ে কম হলে নামায মাকরূহে তানযীহী হবে। সেক্ষেত্রে নামায দোহরানোর প্রয়োজন নেই।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৪২
  • ফাতাওয়া রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১০৮
  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৩১৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১