নাপাক স্থানে জায়নামায বিছিয়ে নামায পড়লে হবে কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসপবিত্রতা১৭ মে, ২১

প্রশ্ন

আমার ছোট বাচ্চাটি প্রসাব করে ঘর নাপাক করে ফেলে।একবার কাপড় ভিজিয়ে পরিষ্কার করি এবং জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করি। এবং প্রায়ই সে বিছানার চাদর, পাটি বিভিন্ন জায়গায় প্রসাব করার কারণে অনেক সময় ভুলেও যাই যে এই জায়গাটিতে সে পেশাব করেছে। কিন্তু নামাজের সময় জায়নামাজ বিছিয় নামাজ আদায় করি। প্রশ্ন হচ্ছে এরূপ পাকা ফ্লোরে শুকিয়ে যাওয়া জায়গায় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়লে কি নামাজ আদায় হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নাপাক স্থানের উপর কাপড় বিছিয়ে নামায পড়লে নামায আদায় হয়ে যাবে। কোন সমস্যা নেই। সে হিসেবে জায়নামায বিছিয়ে নামায পড়লেও হয়ে যাবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আল বাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৬৮
  • ফাতওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৬২৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৭ মে, ২১