ঘরের মেঝেতে জুট ম্যাটস্ বিছানো আছে। শত সাবধানতার পরেও দেড় বছরে শিশু কণ্যার প্রস্রাব থেকে রেহাই পায়না জুট ম্যাটস। এমতাবস্থায় শুকনা স্থানে জায়নামায বিছিয়ে কি নামায পড়া যাবে?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হ্যাঁ, শুকনা স্থানে জায়নামায বিছিয়ে নামায পড়া যাবে। কেননা নামায সহীহ হওয়ার জন্য শুধুমাত্র পা রাখার জায়গা ও সিজদার জায়গা পাক হওয়া জরুরী।
- والله اعلم باالصواب -