টেবিলের উপরে খানা খাওয়া

ইসলামী জিন্দেগীসভ্যতা ও সংস্কৃতি২২ ফেব, ২১

প্রশ্ন

বর্তমানে ডাইনিং টেবিল ও চেয়ারে বসে খানা খাওয়ার যে পদ্ধতি চালু আছে তা সুন্নাত বিরোধী এবং বিজাতীয় অনুকরণ বলে আমরা জানি। কিন্তু যদি টেবিলের উপরে দস্তরখান বিছিয়ে তার উপরে বর্তনে খানা রেখে এবং চেয়ারে বা বেঞ্চে সুন্নাতী কায়দায় বসে খানা খাওয়া হয়, তা জায়িয হবে কি-না ?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

বর্তমানে বিজাতীয় স্টাইলে যে ‍খানাপিনার নিয়ম চালু হয়ে গেছে, এটা অবশ্যই পরিত্যাগ করা ‍উচিত। কারণ শরী‘আতে আমাদেরকে ইয়াহুদী খৃষ্টানদের রীতিনীতি অনুসরণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। নবী c মেঝের মধ্যে দস্তরখান বিছিয়ে খানা খেতেন। আমাদের সেভাবে খানা খাওয়ার অভ্যাস করা উচিত। মাঝে মাঝে বিশেষ জরুরতে বা ঠেকায় চেয়ার টেবিলে বসে খেতে হলে, তখন সুন্নাত তরীকায় বসে টেবিলের উপর দস্তরখানা বিছিয়ে খেতে পারবে। তবে সর্বদার জন্য এটাকে নিয়ম বানানো ঠিক নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া মাহমূদীয়া, খন্ড: , পৃষ্ঠা: ১১৬
  • তিরমিযী শরীফ, খন্ড: , পৃষ্ঠা:
  • মিশকাত শরীফ, খন্ড: , পৃষ্ঠা: ৩৬৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১