জানাযার নামাযে মুক্তাদির জন্য দু‘আ-দরুদ পড়া

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

জানাযার নামাযে তাকবীর সহ নির্ধারিত দু‘আ–দরুদ পড়া সকলের জন্যই কি জরুরী। না দু‘আ–দরুদ ব্যতীত তাকবীর জরুরী? জানাযার নামাযের শেষে প্রথম সালামের সাথে ডান হাত এবং পরে বাম হাত ছাড়তে হয়, না কি সালাম শেষে উভয় হাত ছাড়তে হয়?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

জানাযার নামাযের মধ্যে তাকবীর সমূহ পড়া সকলের জন্যই ফরজ এবং দু‘আ সমূহ পড়া সুন্নাত। জানাযার নামাযের হাত কখন ছাড়তে হবে এ ব্যাপারে ফিকহের কিতাব তিন ধরনের মতামত পাওয়া যায়।

১. ৪র্থ তাকবীর বলার পরেই উভয় হাত ছেড়ে দিবে। অতঃপর সালাম ফিরাবে।

২. উভয় দিকে সালাম ফিরানোর পর উভয় হাত ছাড়বে।

৩. ডান দিকে সালাম ফিরানোর পর ডান হাত আর বাম দিকে সালাম ফিরানোর পর বাম হাত ছাড়বে। অতএব, তিন তরীকাই জায়িয আছে। তবে দ্বিতীয় পদ্ধতির উপর অধিকাংশ উলামা ও বুজুর্গগণ আমল করে থাকেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সিয়ায়া, খন্ড: , পৃষ্ঠা: ১৫৯
  • আযীযুল ফাতাওয়া, পৃষ্ঠা: ৩২৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১