যদি কোন ব্যক্তি নামাযে জানাযার প্রথম তাকবীর অথবা প্রথম ও দ্বিতীয় তাকবীর না পায়, তাহলে তার করণীয় কি? জানালে কৃতজ্ঞ থাকব।
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
যদি কেউ জানাযার নামাযের ইমাম সাহেবের দ্বিতীয় তাকবীর বলার পর শরীক হয়, তাহলে সে ইমামের সালাম ফেরানোর সময় কেবল বাকী দুই তাকবীর বলবে। অন্য কোন দু‘আ পড়বে না। বরং দুই তাকবীর বলেই সালাম ফিরাবে।
- والله اعلم باالصواب -