জমি বিক্রি করে হজ্জ করা

ইসলামী জিন্দেগীহজ্জ২২ ফেব, ২১

প্রশ্ন

কারো যদি বিশ বিঘা জমি বা অন্য কোন সম্পদ থাকে, আর দশ বিঘার ফসলে তার বাৎসরিক প্রয়োজনীয় খরচ চলে যায়। আর অবশিষ্ট দশ বিঘার ফসল বা তার মূল্য জরুরী প্রয়োজনের বাইরে খরচ হয়। যেমন, দান-খয়রাত ইত্যাদি, এমতাবস্থায় উক্ত দশ বিঘা জমি বিক্রয় করলে যদি তার হজ্জের খরচের ব্যবস্থা হয়ে যায়, তাহলে কি তার উক্ত উদ্ধৃত জমি বিক্রয় করে হজ্জ করা ফরয?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যদি কারো নিকট জরুরী খরচ নির্বাহের আবশ্যক পরিমাণ হতে অতিরিক্ত জায়গা-জমি, বাড়ী-ঘর ও আসবাবপত্র থাকে এবং তা বিক্রয় করলে তার হজ্জের যাতায়াত ও আনুসাংগিক খরচ এবং হজ্জ থেকে ফিরে আসা পর্যন্ত পরিবার-পরিজনের খাওয়া-পরা ও যাবতীয় প্রয়োজনাদির খরচের ব্যবস্থা হয়ে যায়, তাহলে তার উপর হজ্জ ফরয।

উল্লেখ্যিত মাসআলা অনুযায়ী উক্ত ব্যক্তির অবশিষ্ট দশ বিঘা হতে জমি বিক্রয় করে হজ্জ করা ফরয।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫৩২
  • ফাতাওয়ায়ে খানিযাহ, খন্ড: , পৃষ্ঠা: ২৮২
  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৫৬২
  • ফাতাওয়া আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ২১৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১