চোখ বন্ধ করে নামায পড়ার হুকুম

মাসিক আল কাউসারনামায৪ জানু, ২১

প্রশ্ন

কোনো কোনো লোককে দেখা যায় যে, চোখ বন্ধ করে নামায পড়ে। জিজ্ঞেস করলে বলে যে, এর দ্বারা নামাযে মন বসে, একাগ্রতা তৈরি হয়। এমন করা কি ঠিক?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নামাযে প্রয়োজন ছাড়া চোখ বন্ধ রাখা মাকরূহ তানযিহী। অবশ্য বিশেষ ক্ষেত্রে বা প্রয়োজনে অসুবিধা নেই। যেমন, ব্যথার কারণে চোখ খুলতে না পারা কিংবা একাগ্রতা বিনষ্টকারী কোনো কিছু নামাযীর সামনে চলে আসার কারণে এমনটি করলে মাকরূহ হবে না। তবে নামাযে চোখ বন্ধ রাখার অভ্যাস করে নেওয়া ঠিক নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৫০৭
  • মুখতারাতুন নাওয়াযিল, খন্ড: , পৃষ্ঠা: ৩১০
  • আলইখতিয়ার, খন্ড: , পৃষ্ঠা: ২১৫
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৫
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৯৯
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৬৪৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৪ জানু, ২১