দুই ঈদের নামাযের খুৎবার সময় মুক্তাদীরা ইমামের সাথে তাকবীরে তাশরীক পড়তে পারবে কি-না? পড়া জায়িয থাকলে আস্তে না জোরে?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ইমাম সাহেব ঈদের খুৎবার পড়ার সময় অথবা খুৎবার তাকবীরে তাশরীক পড়ার সময় মুক্তাদীগণের জন্য নামায, দু‘আ-কালাম বা তাকবীরে তাশরীক আস্তে বা উচ্চঃস্বরে কোন ভাবেই পড়া জায়িয নয়। সকল মুকতাদীর জন্য চুপচাপ বসে মনোযোগ সহকারে খুৎবা শুনা ওয়াজিব।
- والله اعلم باالصواب -