ফরয নামাযের সালাম ফেরানোর পর কোনো প্রকার কথাবার্তা বলার আগেই তাকবীরে তাশরীক বলা ওয়াজিব

মাসিক আল কাউসারনামায১৮ ডিসেম্বর, ২৩

প্রশ্ন

আমি গত ঈদুল আযহার দিন আসরের নামাযে মাসবুক হই। ইমাম সাহেব সালাম ফেরানোর পর সবাই যখন তাকবীরে তাশরীক বলে তখন আমারও তাকবীরের কথা স্মরণ হয়। কিন্তু অবশিষ্ট নামায শেষ করে সালাম ফেরানোর পর তাকবীর বলতে ভুলে যাই। বাসায় যাওয়ার পর তাকবীরের কথা স্মরণ হলে তৎক্ষণাৎ একবার তাকবীর বলে নেই। জানার বিষয় হল, আমার ঐ ওয়াক্তের তাকবীর কি আদায় হয়েছে? না হয়ে থাকলে এখন করণীয় কী?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ফরয নামাযের সালাম ফেরানোর পর কোনো প্রকার কথাবার্তা বলার আগেই তাকবীরে তাশরীক বলা ওয়াজিব। তাই অবশিষ্ট নামায শেষ করে সালাম ফেরানোর পর আপনার জন্য তাকবীর বলা আবশ্যক ছিল। কিন্তু আপনি যেহেতু তাকবীরের কথা ভুলে গিয়ে মসজিদ থেকে বের হয়ে গেছেন তাই বাসায় গিয়ে তা আর পড়ার সময় থাকেনি।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সারাখসী, খন্ড: , পৃষ্ঠা: ৪৫
  • তাবয়ীনুল হাকায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৫৪৬
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৬৪১
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৫০
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৬৫
  • হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃষ্ঠা: ২৯৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৮ ডিসেম্বর, ২৩