তাকবীরে তাশরীক পড়ার নিয়ম

ইসলামী জিন্দেগীহজ্জ১৯ ফেব, ২১

প্রশ্ন

যিলহজ্জ মাসের ৯ তারিখ ফজর হতে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরয নামাযের পর যে তাকবীরে তাশরীক পড়া হয়, তা হানাফী মাযহাবে প্রত্যেক ফরয নামাযের পর কতবার পড়া উচিত এবং মেয়েলোকদের পড়তে হবে কি-না? মেহেরবানী করে কিতাবের হাওলাসহ জানাবেন?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যিলহজ্জ মাসের ৯ তারিখ ফজরের নামাযের পর হতে ১৩ তারিখ আসরের নামায পর্যন্ত প্রত্যেক ফরয নামাযের পর জামা‘আত হোক বা একাকী হোক, প্রাপ্ত বয়স্ক প্রতিটি মুসলমান নর-নারীর জন্য হানাফী মাযহাব অনুযায়ী এববার তাকবীরে তাশরীক পড়া ওয়াজীব। অবশ্য পুরুষ লোকদের জন্য উক্ত দু‘আ উচ্চঃস্বরে পড়া জরুরী। আর মহিলাদের আস্তে পড়তে হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • রুদ্দল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ১৮০
  • হিদায়া, খন্ড: , পৃষ্ঠা: ১৭৪
  • ইমদাদুল আহকাম, খন্ড: , পৃষ্ঠা: ৬৭২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ ফেব, ২১