জুম‘আর নামাযের প্রথম খুৎবা দুইজন পড়তে পারবে কি-না? অথবা প্রথম খুৎবা একজন এবং দ্বীতীয় খুৎবা অন্যজন পরতে পারবে কি-না?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
জুম‘আর খুৎবা একজনকেই পড়তে হবে। ধারাবাহিকতার সহিত এ নিয়মই চলে আসছে। প্রথমে খুৎবা দু’জনে বা প্রথম খুৎবা একজন এবং দ্বীতীয় খুৎবা অন্যজন পড়ার নযীর আমাদের জানা নাই।
- والله اعلم باالصواب -