আমি যদি ইশার নামায মাগরিবের ৩০ অথবা ২০ মিনিট পর পড়ে নেই, তাহলে আমার নামায হবে কি-না?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
মাগরিব নামাযের ৩০ অথবা ২০ মিনিট পর ইশার নামায আদায় করলে ইশার নামায সহীহ হবে না। সূর্য অস্ত যাওয়ার ১ ঘন্টা ১৫ মিনিট পর ইশার নামায আাদায় করবে। কেননা তার পূর্বে অনেক মৌসুমে ইশার নামাযের ওয়াক্ত শুরু হয় না।
- والله اعلم باالصواب -