নামাযের ওয়াক্ত শুরু হওয়ার পর হায়েয শুরু হলে ঐ ওয়াক্তের কাযা আদায়

মাসিক আল কাউসারপবিত্রতা৫ এপ্রিল, ২১

প্রশ্ন

ক. নামাযের ওয়াক্ত শুরু হওয়ার কিছুক্ষণ পর কোনো মেয়ের হায়েয শুরু হলে তাকে ঐ ওয়াক্তের নামায কাযা করতে হবে কি?

খ. আরেক মেয়ে ইশার শুধু ফরয ও সুন্নত নামায আদায় করেছে। আর বিতরের নামায শেষ রাতে উঠে পড়বে মনে করে ঘুমিয়ে যায়, কিন্তু ফজরের আযানে তার ঘুম ভাঙ্গে। উঠে দেখে তার হায়েয শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন হল, ঐ বিতরের নামায কাযা করতে হবে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ক. না, যে ওয়াক্তে মাসিক শুরু হয়েছে ঐ ওয়াক্তের কাযা করতে হবে না।

খ. হ্যাঁ, পবিত্র হওয়ার পর ঐ রাতের বিতর কাযা করে নিতে হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মুসান্নাফ আবদুর রাযযাক, আছার, পৃষ্ঠা: ১,২৯০
  • উসূলুস সারাখসী, খন্ড: , পৃষ্ঠা: ৩৩
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ১৯১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১