ইমামের রাকাত কম হলে ইশারায় ইমামকে জানানো যাবে কি না

মাসিক আল কাউসারনামায২ জানু, ২১

প্রশ্ন

আমি আবদুর রহীম ও আমার বন্ধু আবুল কাশেম একদিন তার ইমামতিতে আছরের নামায পড়ছিলাম। সালাম ফেরানোর পর রাকাত নিয়ে তার সন্দেহ হয়। তাই সে আমাকে হাতের ইশারায় জিজ্ঞেস করে যে, নামায তিন রাকাত হয়েছে, না চার রাকাত? আমি হাত ও মাথা দিয়ে ইশারা করে বুঝাই যে তিন রাকাত হয়েছে। সে দাঁড়িয়ে আরেক রাকাত পড়ে সাহু সিজদা দিয়ে নামায শেষ করে। কিন্তু আমার সন্দেহ হয় যে, এভাবে ইশারা করার পর এ নামায সহীহ হয়েছে কি না? তাই আমি পুনরায় নামাযটি পড়ে নিই।

জানার বিষয় হল, আমাদের উক্ত নামায সহীহ হয়েছিল কি না? পুনরায় নামায পড়া কি আমার ঠিক হয়েছে? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নোক্ত ক্ষেত্রে মুখে কোনো কথা না বলে শুধু ইশারা করে থাকলে ঐ নামায ভঙ্গ হয়নি। বরং এক রাকাত পড়ে নিয়ে সেজদায়ে সাহু করার পর তা সহীহভাবেই আদায় হয়েছে। কারণ এভাবে মাথা বা হাতের ইশারায় রাকাত সংখ্যা বুঝানোর দ্বারা নামায নষ্ট হয় না। সুরতাং সালামের পর নামায পরিপন্থী কোনো কাজ না করে থাকলে উক্ত নামায পুনরায় পড়ার প্রয়োজন ছিল না। এক্ষেত্রে পরবর্তীতে আদায় করা নামায নফল হয়েছে। তবে লক্ষণীয় হল, মাথা বা হাতের ইশারা করার কারণে নামায না ভাঙ্গলেও তা খুশূ-খুযূ পরিপন্থী। সুতরাং এ থেকে বিরত থাকা কর্তব্য।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আল মুলতাকাত ফিল ফাতওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৮
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১২৯
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২০৬
  • শরহুল মুনয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৪৪
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৬৪৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২ জানু, ২১