ইমাম সাহেব কিরা‘আত পড়া অবস্থায় মুক্তাদী পূর্ণ সানা পড়লে, নামায নষ্ট হবে কিনা বা নামাযের কোন ক্ষতি হবে কি-না?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
কোন মুসল্লী যদি ইমাম সাহেবকে কিরা‘আত পড়া অবস্থায় পায়, আর সেই নামায যদি জাহরী কিরাআতওয়ালা হয়, তাহলে সে ক্ষেত্রে সানা পড়া যাবে না, কারণ- জাহরী নামাযের মধ্যে ইমামের কিরা‘আত শোনা ওয়াজিব। তবে আস্তে কিরা‘আত ওয়ালা নামাযে সানা পড়তে হবে।
- والله اعلم باالصواب -