ইমামের আমীন বলা

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

ইমাম সাহেব আওয়াজ করে সূরা ফাতেহা পড়ার পর, যখন মুক্তাদীগণ আমীন বলবেন, তখন ইমাম সাহেব আমীন বলবেন কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

সূরা ফাতিহা পড়ার পর ‍মুক্তাদীগণের ন্যায় ইমাম সাহেবও আমীন বলবেন। তবে ইমাম-মুক্তাদী সকলের জন্য আমীন আস্তে বলা সুন্নাত।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতওয়া আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ৭৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১