জনৈক ইমাম সাহেব একজন মুসল্লী নিয়ে নামায পড়ছিলেন। নিয়ম অনুযায়ী মুসল্লী ইমামের ডানদিকে ছিল। নামায পড়া অবস্থায় আরো দুইজন মুসল্লী এসে গেল। তখন মুসল্লীদের কি দায়িত্ব ছিল?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
তখন নিয়ম হল মুক্তাদীই পিছনে চলে আসবে এবং নবাগতরা তাদের দেখে দাঁড়াবে আর যদি ইমাম সাহেব স্বয়ং আগে চলে যান, তাহলে তাতেও কোন অসুবিধা নেই। তবে প্রথম সুরত উত্তম।
- والله اعلم باالصواب -