ইমাম থেকে মুক্তাদীর দূরত্ব

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

কোন একটি মার্কেটের মসজিদে (দ্বিতীয় ও তৃতীয় তলায়) যথারীতি পাঁচ ওয়াক্ত নামায আদায় করা হয়। মসজিদে মুসল্লীদের স্থান সংকুলন হওয়ার পরও যদি ইমাম সাহেব মুসল্লীগণকে তার থেকে (ইমামের গোড়ালী বরাবর থেকে) সামান্য একটু পেছন হতে কাতার করার নির্দেশ দেন, তাহলে এ ব্যাপারে শরী‘আতের বিধান কি? উল্লেখ্য, উক্ত মসজিদে জুমু‘আর নামায আদায় হয় না।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কোন শরয়ী উযর না থাকলে মুক্তাদীগণ ইমাম সাহেব হতে এতটুকু দূরে দাঁড়াবেন, যেন তারা ইমামের পিছে অনায়াসে সুন্নাত তরীকায় সিজদাহ করতে পারেন।

প্রশ্নে ‍উল্লেখিত মসজিদটিতে যেহেতু জায়গার কোন সমস্যা নেই, বিধায় মুক্তাদীগণ ইমামের পেছনে সুন্নাত তরীকায় সিজদা করা যায়, এ পরিমাণ জায়গা রেখে কাতার করবে। ইমামের পায়ের গোড়ালী বরাবর দাড়াবে না। কারণ, এটা সুন্নাত পরিপন্থী।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৩৪৬
  • ফাতাওয়া মাহমূদিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৮৬
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৫৬৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১