ইকামতের কালিমা কয়টি

ইসলামী জিন্দেগীনামায২৩ ফেব, ২১

প্রশ্ন

অনেককে দেখা যায় যে, তারা ইকামতের বাক্যগুলো একবার করে বলে। অনেকে ইকামতের বাক্য আযানের মত ডবল করে ১৭ টি বাক্য উচ্চারণ করে। এ ব্যাপারে সঠিক বিষয়টি জানিয়ে কৃতজ্ঞ করবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নে বর্ণিত উভয় বিষয়ের ব্যাপারে হাদীস বর্ণিত রয়েছে। তবে ১৭ কালিমা বিশিষ্ট হাদীসের উপর অধিকাংশ সাহাবীদের আমল ছিল। আযানের স্বপ্নদ্রষ্টা হযরত আব্দুল্লাহ ইবনে যায়িদ e নিজেই হুজুর c -এর নির্দেশে হযরত বিলাল e কে আযানের ১৫ টি কালিমা শিক্ষা দেন।

হুযুর c বলেন- ইকামত আযানের ন্যায়। তবে কাদকামাতিস সালাহ দু্ইবার বলবে। সুতরাং মোট ইকামতের শব্দ হয়ে গেল ১৭ টি। যেমনঃ হযরত আবূ মাহযূরা e হতে বর্ণিতঃ হুযূর c হযরত আবূ মাহযূরা e কে ইকামতের ১৭টি কালিমা শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মিশকাত শরীফ, খন্ড: , পৃষ্ঠা: ৬৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১