সাধারণতঃ মিলের শ্রমিক-কর্মচারীরা শিপটওয়ারী রাত দশটায় ডিউটি সেরে তাহাজ্জুদ নামায পড়ে শয়ন করলে তাহাজ্জুদের সাওয়াব পাবে কি-না? কেননা, সারাদিন ও রাত দশটা পর্যন্ত ডিউটি করে শুইলে নির্দিষ্ট সময়ে উঠে তাহাজ্জুত পড়া সম্ভব হয় না বিধায় রাত দশটায় তাহজ্জুদ পড়লে তার সাওয়াব পাওয়া যাবে কি-না?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
অপারগতা বশতঃ যদি কোন ব্যক্তি তাহাজ্জুদের নির্দিষ্ট সময়ে উঠতে অক্ষম হয়, তাহলে সে ব্যক্তির জন্য ইশার সুন্নাতের পর বিতরের পূর্বে তাহাজ্জুদের নিয়তে নফল নামায আদায় করলে সে ব্যক্তি তাহজ্জুদের নামাযের সাওয়াবের অধিকারী হবে। কেননা, তবরানী শরীফে উল্লেখ আছে যে, ইশার নামাযের পর একটি ছাগল দোহন করতে যতটুকু দেরী হয়, ততটুকু সময়ের পর যে সমস্ত নফল নামায পড়া হয়, সেগুলো তাহাজ্জুদ নামাযের অন্তর্ভুক্ত। হযরত আবূ হুরাইরা e অনেক রাত পর্যন্ত হাদীস মুখস্ত করতেন। শেষ রাত্রে তাহাজ্জুদ পড়া তার জন্য কঠিন ছিল। এ জন্য নবী c তাঁকে ইশার সুন্নাতের পরে বিতরের পূর্বে তাহাজ্জুদ পড়ার নির্দেশ দিয়েছেন।
- والله اعلم باالصواب -