তাহাজ্জুদের সময় আছে ভেবে শুরু করা তাহাজ্জুদের নামাজের হুকুম

মাসিক আল কাউসারনামায২৭ ফেব, ২১

প্রশ্ন

জনৈক ব্যক্তি তাহাজ্জুদের সময় আছে মনে করে তাহাজ্জুদের নিয়তে দুই রাকাত নামায শুরু করে। নামায শেষে সময় দেখলে বুঝতে পারে যে, তার নামায শুরু করার আগেই তাহাজ্জুদের সময় শেষ হয়ে গেছে। তার এই দুই রাকাত নামায তাহাজ্জুদ হবে, নাকি ফযরের সুন্নত হিসেবে গণ্য হবে? ফযরের সুন্নত কি নতুন করে পড়তে হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নোক্ত অবস্থায় ঐ দুই রাকাত নামায ফযরের সুন্নত হিসেবে গণ্য হবে। নতুন করে সুন্নত পড়তে হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৭৮
  • আসসিয়াআহ, খন্ড: , পৃষ্ঠা: ১০২
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৪১৭
  • হাশিয়া তহতাবী আলাদ্দুর, খন্ড: , পৃষ্ঠা: ১৯৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৭ ফেব, ২১