নামাযে সূরার পূর্বে বিসমিল্লাহ পড়বে কি-না ?

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

নামাযে প্রত্যেক রাকা‘আতে প্রত্যেক সূরার তিলাওয়াত করার প্রারম্ভে কি বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়তে হবে ?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নামাযের মধ্যে প্রত্যেক রাকা‘আতে সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাত ও ফাতিহার পরে অন্য সূরার শুরু থেকে পড়লে প্রথমে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব। কোন বড় সূরা মাঝ থেকে পড়লে বিসমিল্লাহ পড়বে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আল-বাহরুর বায়িক, খন্ড: , পৃষ্ঠা: ৩১২
  • ফাতাওয়া রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২,২৮,১৭৬
  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ২৬৮
  • শামী, খন্ড: , পৃষ্ঠা: ৪৯০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১