যদি কোন ব্যক্তি হজ্জ রত অবস্থায় কা’বা ঘর তাওয়াফ না করে এবং সাফা-মারওয়া না দৌড়ায়, তা হলে ঐ ব্যক্তির হজ্জ আদায় হবে কি-না? আমরা জানতে পারলাম, যারা পূর্বে উমরা করেছে তারা তাওয়াফ ও সাফা-মারওয়া না দৌড়ালেও চলবে এবং হজ্জের বাকী সম্পূর্ণ কাজ আদায় করলে তার হজ্জ আদায় হবে। তা কতটুকু ঠিক?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হজ্জ পালনকারীদের জন্য বাইতুল্লাহ তাওয়াফ করা এবং সাফা-মারওয়া সাঈ করা জরুরী। তাওয়াফ ফরয এবং সাঈ ওয়াজিব। উমরার তাওয়াফ ও সাঈ হজ্জের তাওয়াফ ও সাঈর জন্য যথেষ্ট নয়। হজ্জের জন্য আলাদা ভাবে তাওয়াফ ও সাঈ করতে হবে। এছাড়া হজ্জ সম্পূর্ণ হবে না। সুতরাং আপনারা যা শুনছেন, তা ভিত্তিহীন।
- والله اعلم باالصواب -