মহিলাদের হজ্বের সফরের জন্য মাহরাম না থাকলে করণীয় কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসহজ্জ৯ মে, ২১

প্রশ্ন

আমার মা ২০১৪ সালে হজ্জের উদ্দেশে যাবার জন্য মনস্থির করেছেন কারন উনার শরীর সব সময়ে ভাল থাকে না, আমার বাবা ২০০৩ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন, আমরা তিন বোন,আমি একটি প্রাইভেট কম্পানিতে চাকুরী করছি,. আমার মায়ের বা আমাদের এমন কোন পুরুষ নিকটাত্মীয় নেই যে হজ্জ করতে গেলে উনার সাথে মাহরাম হিসেবে যেতে পারে, আমি আমার মায়ের বড় সন্তান এবং অবিবাহিত মেয়ে, এই ক্ষেত্রে কি আমি আমার মায়ের সাথে হজ্জ পালন করতে যেতে পারি? পুরুষ মাহরাম নেই বলে কি আমার মা হজ্জ করতে যেতে পারবেন না! বলে রাখা ভাল যে, আমার মা একমাত্র সন্তান এবং উনার কোন ভাই নাই।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মাহরাম ছাড়া মহিলাদের জন্য সফর করা জায়েজ নয় বোন। এমনকি মহিলাদের মাহরাম না থাকলে তার উপর হজ্ব ফরজও হয় না। সেই হিসেবে আপনার মায়ের মাহরাম না থাকায় তার উপর হজ্ব ফরজ হয়নি। সুতরাং তিনি হজ্ব না করলে গোনাহগার হবেন না। তার যদি হজ্ব করানোর খুবই ইচ্ছে হয়ে থাকে, তাহলে বদলী হজ্ব করাতে পারেন। কিংবা আপনার বিয়ের পর আপনার স্বামী আপনার মায়ের মাহরাম হয়ে যাবে। তখন মেয়ে জামাইয়ের সাথে হজ্বে যেতে পারবেন। হজ্ব ফরজ না হওয়া সত্বেও এবং মাহরাম ছাড়া হজ্ব করা নিষেধ হওয়া সত্বেও যদি তিনি হজ্ব করে ফেলেন মাহরাম ছাড়াই, তাহলে হজ্বটি মাকরূহের সাথে আদায় হয়ে যাবে। আপনার ও আপনার মায়ের জন্য দুআ রইল। আপনার পিতাকে আল্লাহ পাক মাগফিরাতের নিয়ামত নসীব করে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমীন।

عن أبي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه و سلم لا يحل لإمرأة تؤمن بالله واليوم الآخر أن تسافر سفرا يكون ثلاثة أيام فصاعدا إلا ومعها أبوها أو ابنها أو زوجها أو أخوها أو ذو محرم منها হযরত আবু সাঈদ খুদরী e থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল c ইরশাদ করেছেনঃ আল্লাহ তাআলা এবং কিয়ামত দিবসের উপর ঈমান রাখেএমন কোন মহিলার জন্য জায়েজ নয়, তিন দিন বা এর চেয়ে অধিক দিনের সফর করে অথচ তার সাথে তার পিতা, তার ছেলে, বা তার স্বামী বা তার ভাই কিংবা কোন মাহরাম না থাকে। -সহীহ মুসলিম, হাদীস নং-৪২৩

- والله اعلم باالصواب -

সূত্র

  • البحر الرائق, খন্ড: , পৃষ্ঠা: ৫৫২
  • المحيط البرهانى, খন্ড: , পৃষ্ঠা: ৩৯৪
  • رد المحتار, খন্ড: , পৃষ্ঠা: ৪৬৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৯ মে, ২১