সন্তানকে দুধ পান করালে উযু ভাঙ্গবে কি-না ?

ইসলামী জিন্দেগীপবিত্রতা২৩ ফেব, ২১

প্রশ্ন

উযু থাকা অবস্থায় ‍যদি সন্তানকে দুধ পান করানো হয়, তাহলে উক্ত উযু দ্বারা নামায আদায় কিংবা কুরআন তিলাওয়াত জায়িয হবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

সন্তানকে দুধপান করানো দ্বারা উযু ভঙ্গ হয় না। সুতরাং সন্তানকে দুধপান করানোর পরও উক্ত উযুতে নামায আদায় করা ও কুরআন তিলাওয়াত জায়িয হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৪০৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১