মুখ বন্ধ করে নামায পড়া

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

আমাদের মসজিদের ইমাম সাহেব ফরজ নামাযের নীরব অংশসহ সকল নামায সবসময় মুখ বন্ধ করে পড়েন। কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন- মুখ বন্ধ করে পড়লে নামায হবে না- এমন কথা তিনি কোন কিতাবে পাননি। এতে তাঁর এবং মুক্তাদীদের নামায শুদ্ধ হবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নামাযের মধ্যে কিরা‘আত পড়া ফরজ। আর সিররী অর্থাৎ, নীরব নামাযের কিরা‘আত পড়ার নিয়ম সহীহভাবে মাখরাজ থেকে সিফাতের সাথে হরফের ‍উচ্চারণ করা। এতটুকু অবস্থা কিরা‘আতের ফরজ আদায়ের জন্য জরুরী এবং এর জন্য জিহবা ও ঠোঁট নড়া জরুরী। অনেকের নিকটে এর সাথে তাজবীদ সহকারে এই পরিমাণ জোরে পড়া চাই, যেন সে নিজে হালকাভাবে শুনতে পায়। অন্যথায় শুধু ‍দিলে দিলে কিরা‘আতের খেয়াল করলে কির‘আতের পড়ার ফরজ আদায় হবে না এবং নামাযও সহীহ হবে না। তেমনিভাবে নামাযের অন্যান্য তাসবীহ্ বা দু’আ সমূহও উল্লেখিত নিয়মে পড়তে হবে। নতুবা সেগুলো সহীহভাবে আদায় হবে না। দিলে দিলে খেয়াল করা এক জিনিস, আর মুখে পড়া ভিন্ন জিনিস। মাখরাজের সাথে পড়তে হলে ঠোট-জিহবা নড়া আবশ্যক।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৭৫
  • হিদায়া, খন্ড: , পৃষ্ঠা: ১১৭
  • ফাতাওয়া রাশীদিয়া, পৃষ্ঠা: ৩১৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১