ব্যবহৃত পানির ছিটা পাত্রের অব্যবহৃত পানিতে পড়লে তার হুকুম

ইসলামী জিন্দেগীপবিত্রতা২৩ ফেব, ২১

প্রশ্ন

ছোট পাত্রে পানি নিয়ে ফরয গোসল করার সময় ব্যবহৃত পানির ছিটা পাত্রে পড়লে, পাত্রের পানি নাপাক হবে কি-না ?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

শরী‘আতের বিধান মুতাবিক সুন্নাত তরীকায় গোসল করলে, গোসলকারীর শরীরে বা কাপড়ে নাপাক থাকতে পারে না। সে অবস্থায় ড্রাম বা বালতিতে পানি দিয়ে ফরয গোসল করার সময় শরীরের ব্যবহৃত পানির ছিটা উক্ত ড্রাম বা বালতির পাক পানিতে পড়লে, পাক পানি নাপাক হবে না। কারণ স্বল্প পরিমাণ ব্যবহৃত পানি পাক পানিতে পড়লে, পাক পানি নাপাক হয় না। তবে হাঁ, গোসলের পূর্বে শরীর ও কাপড় থেকে বাহ্যিক নাপাকী দূর না করে সুন্নাত তরীকার খেলাপ গোসল করলে শরীরের নাপাকী বা কাপড়ের নাপাকী হতে ছিটা পড়লে, ছোট পাত্রের পানি নাপাক হয়ে যাবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতওয়া আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ২৩
  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ১৫৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১