হাই কমোডের সিট ধোয়ার সময় (স্প্রে বা মগ দিয়ে) পানির ছিটা তা কি নাপাক

ফতোয়া আর্কাইভপবিত্রতা১৯ মার্চ, ২২

প্রশ্ন

১. হাই কমোডের সিট ধোয়ার সময় (স্প্রে/মগ দিয়ে) পানির ছিটা লাগলে তা কি নাপাক?

২. বাথরুম ব্যবহারের পর সামনে/পিছনে ধোয়ার সময় ওই পানি যদি ছিটে অন্য কোথাও লাগে তাহলে কি সেটা ধুতে হবে? ছিটা পানি কি নাপাক?

৩. নাপাক কাপড় ধোয়ার সময় প্রথমবার যদি এক ঝাপটা পানি শরীরে কোথাও লাগে এবং দ্বিতীয়/তৃতীয় বার ধোয়ার সময় শরীরে লাগা পানি ফোটায় ফোটায় বালতিতে পড়ে অথবা ঘাম মিশ্রিত হয়ে পড়ে তাহলে কি কোনো সমস্যা হবে?

বিঃদ্রঃ আমি প্রচুর ওয়াসওয়াসায় ভুগছি। পবিত্রতা, ওযু-গোসল, নামায সব কিছুতে। নিতান্তই অতিষ্ট। এসকল ঝামেলার জন্য বাড়ি থেকেও বের হতে পারি না। এক কথায় প্রসাব-পায়খানা, ওযু-গোসল, নামায সব কিছু একটা ভয়ের কারণ হয়ে উঠেছে।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

১. হাই কমোডের সিট ধোয়ার সময় (স্প্রে/মগ দিয়ে) পানির ছিটা লাগলে যদি নাপাকি থাকা অবস্থায় পানির ছিটা লাগে তাহলে নাপাক আর যদি হাই কমোডের সিটে কোন নাপাকি নেই পরিস্কার আছে, সেখান থেকে ছিটা পানি আসলে সেটা নাপাক হবে না।

২. বাথরুম ব্যবহারের পর সামনে/পিছনে ধোয়ার সময় ওই পানি যদি ছিটে অন্য কোথাও লাগে তাহলে দেখতে হবে ছিটা পানি নাপাকি থাকা অবস্থায় ধোয়ার সময় লেগেছে নাকি নাকি নাপাকি শেষ এমনি পরে যে পানি ব্যবহার করে সে সময় লেগেছে যদি নাপাকি থাকা অবস্থায় ধোয়ার সময় পানির ছিটা লাগে তাহলে ছিটা পানি নাপাক যেখানে লাগবে তা ধোত করতে হবে।

৩. নাপাক কাপড় ধোয়ার সময় প্রথমবার যদি এক ঝাপটা পানি শরীরে কোথাও লাগে এবং দ্বিতীয়/তৃতীয় বার ধোয়ার সময় শরীরে লাগা পানি ফোটায় ফোটায় বালতিতে পড়ে অথবা ঘাম মিশ্রিত হয়ে পড়ে তাহলে বালতির পানি নাপাক হয়ে যাবে ।

ঈমান, ইবাদত, আমল ও ব্যবহারিক জীবনেও অনেকের মনে কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা দেখা দেয়। অনেকেই এর দ্বারা আক্রান্ত। তা থেকে বাঁচতে হজরত হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী i বলেন, ওয়াসওয়াসার চিকিৎসা হলো সেইদিকে ভ্রুক্ষেপ না করা। মনোযোগ না দেয়া।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪১
  • ফাতাওয়া আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ২৩
  • ফাতাওয়া আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ১৫

আনুষঙ্গিক তথ্য

লিখা: আব্দুর রহমান

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ মার্চ, ২২