জনৈক মুক্তাদী জামা‘আতে ৪ রাক‘আত ফরয পড়ার সময় প্রথম বৈঠকে তাশাহুদ পড়ার পর দরূদ শরীফ পড়েছে। এমতাবস্থায় তার নামাযের কোন ক্ষতি হবে কি-না?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
তার নামায সহীহ হয়ে যাবে। ইমামের সাথে ভুল হওয়ার কারণে সাহু সিজদা করতে হবে না।
- والله اعلم باالصواب -