সুন্নাতে মু‘আক্কাদা নামাযের প্রথম বৈঠকে তাশাহহুদের পর দরূদ ও দু‘আ পড়ে ফেললে

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

যুহর অথবা অন্য যে কোন ওয়াক্তের চার রাকা‘আত বিশিষ্ট সুন্নাত নামাযের দুই রাকা‘আতের পর তাশাহহুদ দরূদ ও দু‘আয়ে মাসূরা পর্যন্ত পড়ে ফেললে সাহু সিজদাহ দিতে হবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যুহরের পূর্বে কিংবা জুম‘আর পূর্বের ৪ রাকা‘আত বিশিষ্ট সুন্নাতে মু‘আক্কাদা নামাযে প্রথম বৈঠকে তাশাহহুদ পড়ার পর দরূদ শরীফ না পড়া চাই। ভুলবশতঃ পড়লে সাহু সিজদাহ দিতে হবে। উল্লেখ্য, জুম‘আর নামাযের পরের চার রাকা‘আত সুন্নাত নামাযে প্রথম বৈঠকে দরূদ শরীফ পড়তে হবে কি-না, এ বিষয়ে মতানৈক্য আছে। তবে ভুলে এ নামাযে প্রথম বৈঠকে দরূদ শরীফ পড়ে ফেললে সাহু সিজদাহ দিতে হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ১১৩
  • দুররে মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ১৬
  • রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৯০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১