আমার পিতার উপর হজ্জ ফরয ছিল। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি হজ্জ করতে পারেননি। এরপর তিনি একসিডেন্ট হয়ে মারা যান। তিনি মৃত্যুর পূর্বে তার পক্ষ থেকে আমাকে বদলী হজ্জ করার জন্য ওসীয়্যত করে গেছেন। এখন কথা হলো, আমার উপর হজ্জ ফরয হয়নি। আমি হজ্জ করলে পিতার হজ্জ আদায় হবে কি-না?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
আপনার পিতার হজ্জ করার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও যেহেতু হজ্জ করতে না পেরে আপনাকে বদলী হজ্জ করার জন্য ওসীয়্যত করে গেছেন। এখন দেখতে হবে যে, তিনি হজ্জের জন্য টাকা রেখে গেছেন কি-না। যদি টাকাও রেখে যেয়ে থাকেন, তাহলে সে ক্ষেত্রে আপনার নিজের উপর হজ্জ ফরয হোক বা না হোক, আপনার পিতার ওসীয়্যত পূর্ণ করার জন্য মাসাইল জেনে নিয়ে আপনাকেই বদলী হজ্জ করতে হবে। কারণ, এটা আপনার উপর ওসীয়্যত। তবে যদি আপনার কোন সমস্যা থাকে, তাহলে এক্ষেত্রে অন্য কারো দ্বারাও বদলী হজ্জ করাতে পারবেন। তাতে আপনার পিতার পক্ষ থেকে হজ্জ সহীহ হয়ে যাবে। আর যদি আপনার পিতা হজ্জের জন্য মাল না রেখে যান, তাহলে আপনার উপর বদলী হজ্জ করা জরুরী নয়। তবে যদি আপনার তাওফীক থাকে, তাহলে পিতাকে মুক্ত করার জন্য নিজস্ব টাকা দ্বারা বদলী হজ্জ আপনার জন্য উত্তম এবং বিরাট সাওয়াবের কাজ। উল্লেখ্য, আপনার উপর হজ্জ ফরয হলে সেক্ষেত্রে আপনার নিজের হজ্জ আগে করতে হত। তারপরে পিতার বদলী হজ্জ করতে হবে। কিন্তু এখন আপনার উপর যেহেতু হজ্জ ফরয নয়। সুতরাং নিজে হজ্জ না করা সত্ত্বেও পিতার বদলী হজ্জ করতে পারবেন। সুতরাং এখন থেকে হজ্জের মাসআলা শিখেতে শুরু করুন এবং কোন ভাল আলেমের সাথে হজ্জের সফর করুন।
- والله اعلم باالصواب -