নামাযে পরকালের খেয়াল করা

ইসলামী জিন্দেগীনামায২৩ ফেব, ২১

প্রশ্ন

তাবলীগ জামা‘আতের একজন মুরুব্বী বললেন, নামাযরত অবস্থায় দুনিয়াবী কথা মনে পড়লে, এ ধারণা করা উচিত যে, আমি পুলসিরাতের উপরে দাঁড়িয়ে আছি। আমার পিছনে আজরাঈল ফিরিশতা, সামনে আল্লাহ তা‘আলা, ডানে বেহেশত, বামে দোযখ, এরুপ ধারণা করলে নামায শুদ্ধ হবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, উক্ত খেয়াল সমূহের সাথে নামায পড়লে, নামায হয়ে যাবে। বরং ভালভাবে আদায় হবে। কেননা, নামায খুশু-খুযু থাকা খুবই গুরুত্বপূর্ণ কাজ। আর এ জাতীয় খেয়াল দ্বারা নামাযে মন বসে এবং নামাযে খুশু-খুযু পয়দা খুবই গুরুত্বপূর্ণ কাজ। হাদীসের মাধ্যে এসেছে, যখন তুমি নামায পড়বে, তখন ধারণা করবে এটাই আমার যিন্দেগীর শেষ নামায। এজন্যই বুযুর্গানে দীন উক্ত খেয়ালের সাথে নামায আদায় করছেন বলে প্রমাণ পাওয়া যায়। হযরত থানভী i লিখেছেন, “নামাযে মন বসানোর জন্য উত্তম পন্থা হলো, নামাযে যা কিছু পড়বে, ইচ্ছা-পূর্বক খেয়াল করে পড়বে। কোন কিছু মুখস্থভাবে বা বে-খেয়ালীর সাথে পড়বে না”।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মিশকাত শরীফ, খন্ড: , পৃষ্ঠা: ৪৪৫
  • আত-তারগীব ওয়াত তারহীব, খন্ড: , পৃষ্ঠা: ২৫৫
  • শামী, পৃষ্ঠা: ৬৪১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১