খেলার মাঠে ঈদের নামায পড়া

ইসলামী জিন্দেগীনামায২৩ ফেব, ২১

প্রশ্ন

আমাদের একাকায় একটি খেলার মাঠ রয়েছে। এই মাঠ এক ব্যক্তি খেলার জন্য ইউ.পি. কে দান করে গেছেন। কিন্তু বর্তমানে জায়গার অভাবে ঐ খেলার মাঠে ঈদের নামায পড়া হচ্ছে। জনৈক ইমাম সাহেব বলেছেন যে, খেলার মাঠে নামায হয় না। এমতাবস্থায় ঐ খেলার মাঠে পরবর্তী ঈদের নামায পড়া জায়িয হবে কি-না? বা কি ব্যবস্থা গ্রহণ করলে উক্ত খেলার মাঠে নামায পড়া যাবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যদিও উক্ত মাঠটি শরয়ী ঈদগাহ হবে না। কিন্তু উক্ত খেলার মাঠটিতে ঈদের নামায পড়তে শরী‘আতের দৃষ্টিতে কোন অসুবিধা নেই। মসজিদে ঈদের নামায পড়া সুন্নাতের পরিপন্থী। একান্ত প্রয়োজন না হলে মসজিদে ঈদের নামায পড়া উচিত নয়। উক্ত মাঠে ঈদের নামায পড়লেও সুন্নাত আদায় হয়ে যাবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • শামী, খন্ড: , পৃষ্ঠা: ১৬৬
  • ফাতাওয়া মাহমূদিয়া, খন্ড: ১০, পৃষ্ঠা: ১৯৬
  • ইমদাদুল মুফতীন, পৃষ্ঠা: ৭৯৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১