মসজিদের মাঠে ঈদের নামায আদায়

ইসলামী জিন্দেগীনামায২৩ ফেব, ২১

প্রশ্ন

আমাদের গ্রামের বাড়ীতে বহুপূর্বে একটি মসজিদ নির্মিত হয়েছে। নির্মাণকাল থেকেই এ মসজিদে ওয়াক্তিয়া ও জুম‘আর নামায আদায় হয়ে আসছে। মসজিদের সামনে মসজিদের নামে একটি মাঠ আছে। উল্লেখ্য যে, মসজিদের মাঠ ও জমি সরকারীভাবে ওয়াকফ হয়নি। মৌখিক দানের উপর ভিত্তি করে নামায আদায় হয়ে আসছে। গত ৩/৪ বৎসব পূর্বে মুরুব্বীরা মসজিদ ও সামনের মাঠ মসজিদের নামে মৌখিক ওয়াকফ করে দেন। এখন প্রশ্ন হলো মসজিদের নামে ওয়াকফকৃত মাঠে ঈদের জামা‘আত কায়িম করা জায়িয হবে কি-না? যেহেতু গ্রামে অন্য কোন মাঠ নেই।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নে উল্লেখিত গ্রামে যেহেতু অন্য কোন মাঠ নেই, তাই মসজিদের মাঠে ঈদের নামায পড়া জায়িয হবে। শরী‘আতের বিধান মুতাবিক এতে কোন অসুবিধা নেই। তবে যেহেতু জায়গা মসজিদের নামে ওয়াকফকৃত বিধায় সেটাকে ঈদের মাঠ হিসেবে নির্ধারিত করা যাবে না। শুধু নামায পড়া যাবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • শামী, খন্ড: , পৃষ্ঠা: ১৬৮
  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ২০০
  • কিফায়াতূল মুফতী, খন্ড: , পৃষ্ঠা: ৩০২
  • শামী, খন্ড: , পৃষ্ঠা: ১৫৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১