খুৎবা চলাকালীন সময় দুরূদ শরীফ ইত্যাদি পড়া

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

কোন কোন লোকের মুখে শুনি যে, ইমাম জুম‘আর দিন খুৎবা দেওয়ার জন্য মিম্বরে উঠলে হুজুর c -এর নাম আসলেও কোন প্রকার দরূদ পড়া যাবে না। এর বাস্তবতা জানিয়ে বাধিত করবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

খুৎবা যেহেতু নামাযের মত ইবাদত এবং খুৎবার সময় নামায-কালাম এমনকি আমর বিল মারূফ, নাহি আনিল মুনকার (সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ) ও নিষিদ্ধ এবং এর দ্বারা জুম‘আর ফযীলত বাতিল হয়ে যায়। এই সহীহ হাদিসের কারণে খুৎবার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নাম মুবারক শুনলে দিলে দিলে দরূদ পড়ে নিবে , কিন্তু মুখে উচ্চারণ করে পড়বে না।

দরূদ পড়ে নবী c -এর মহাব্বত তো প্রকাশ করতেই হবে। তবে তা নিজের মর্যী মত নয়। বরং শরী‘আতের নির্দেশ মত।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ১৫৮
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৫৯
  • ফাতাওয়া রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৮
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১১৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১