যখন সংঘটিত হবে, তখন নাকি আল্লাহ তা‘আলা আড়াই লক্ষ বৎসর নিদ্রা যাবেন এবং কাফিররা শাস্তি ভোগ করার পর বেহেশতে যাবে। একথা দু’টি কতটুকু সত্য জানতে ইচ্ছুক।
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নে বর্ণিত এ উক্তি সম্পূর্ণ মিথ্যা ও কুরআন-হাদীস বিরোধী। এ ধরনের বিশ্বাস নিয়ে কেউ মুসলমান থাকতে পারে না।
{لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ }
[প্রমাণঃ সূরা বাকারাহ, ২৫৫
- والله اعلم باالصواب -