কিয়ামতের সময় কি আল্লাহ তা‘আলা নিদ্রায় যাবেন

ইসলামী জিন্দেগীআকীদা৮ ফেব, ২১

প্রশ্ন

যখন সংঘটিত হবে, তখন নাকি আল্লাহ তা‘আলা আড়াই লক্ষ বৎসর নিদ্রা যাবেন এবং কাফিররা শাস্তি ভোগ করার পর বেহেশতে যাবে। একথা দু’টি কতটুকু সত্য জানতে ইচ্ছুক।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নে বর্ণিত এ উক্তি সম্পূর্ণ মিথ্যা ও কুরআন-হাদীস বিরোধী। এ ধরনের বিশ্বাস নিয়ে কেউ মুসলমান থাকতে পারে না।

{لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ }

[প্রমাণঃ সূরা বাকারাহ, ২৫৫

- والله اعلم باالصواب -

সূত্র

  • আকীদাতুত্তাহাভী, পৃষ্ঠা: ৩৪
  • সূরা: বাকারা, আয়াত: ২২৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৮ ফেব, ২১