আমরা যেভাবে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি

ফতোয়া আর্কাইভবিবিধ৩১ মে, ২২

প্রশ্ন

কিভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আমরা সবাই আল্লাহর নিয়ামত উপভোগ করি,কিন্তু কেউ কি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি? যেভাবে শুকরিয়া আদায় করা উচিত.......

অথচ শুকরিয়া আদায় করলে আল্লাহ আমাদের কে খুশি হয়ে আরও অনেক নেয়ামত বাড়িয়ে দেন....

যেমন

আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেন

لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ ۖ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ

যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর, তবে তোমাদেরকে আরও দেব এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর।

সুরাঃ ইব্রাহিম আয়াত ৭

আয়াতের অর্থের দিকে তাকালে আমরা বুঝতে পারবো যদি আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তায়ালা আমাদেরকে কে বাড়িয়ে দিবেন আর যদি নাশুকরি নাফরমানি করি তাহলে আল্লাহর শাস্তি আমাদের উপর চলে আসবে আর সে আযাব হবে খুবই কঠোর।

তাই আমাদের কে অবশ্যই আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করতে হবে এখন শুকরিয়া কিভাবে আদায় করা যায়!

আমরা কোন মানুষের শুকরিয়া আদায় করতে চাইলে মুখে তার কৃতজ্ঞতা প্রকাশ করলে সে এতে খুব খুশি হয় অথবা তার সাথে ভালো ব্যাবহার ও ভালোভাবে কথা বললে সে খুব খুশি হয় এর দ্বারা শুকরিয়া আদায় হয়ে যায়।

আর আমাদের সকলের মহান রব যে রব আমাদের ভিতর বাহির সব দেখেন তাঁর শুকরিয়া কিভাবে আদায় করা দরকার? আজকে আমি এটাই জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ

১. সব ক্ষেত্রে মুখে সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ বা এ জাতীয় কিছু প্রকাশ করা।

২. যে কোন বিষয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন আমি ভালো আছি এটা বলার পর অভিযোগ না করা যেমন কেউ জিজ্ঞাসা করলে আলহামদুলিল্লাহ বলার পর অন্তর থেকে এটাকে বিশ্বাস না করে বলা যে আল্লাহ আমাকেই বিপদে ফেললেন আমিই সমস্যায় ভুগছি ইত্যাদি বরং অন্তর থেকে শুকরিয়া আদায় করা যে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন। কারণ আমার থেকে খারাপ অবস্থায় অনেক মানুষ আছেন তাদের তুলনায় আমি অনেক ভালো আছি।

৩.আল্লাহ তায়ালা আমাদের উপর যে সমস্ত কাজ ফরজ করেছেন যেমনঃ নামাজ, রোজা, হজ্জ, যাকাত, আত্নীয়তার বন্ধন রক্ষা করা, হালাল খাওয়া, হালালভাবে চলা ইত্যাদি আর আল্লাহ তায়ালা আমাদেরকে যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা অর্থাৎ এ আমলগুলোর মাধ্যমে শুকরিয়া আদায় করা।

৪. আল্লাহ তায়ালা আমাদের যাকে যে নেয়ামত দান করেছেন সে তার সঠিক ব্যবহার করলে শুকরিয়া আদায় করা হবে যেমন আল্লাহ তায়ালা আমাদের মধ্যে যাদেরকে ধন দৌলত দান করেছেন তারা যদি সঠিক যায়গায় ব্যয় করে, যারা জ্ঞানী ব্যক্তি আছেন তারা যদি এর সঠিক ব্যবহার করে মানুষ কে তা দ্বারা উপকৃত করেন এমনিভাবে অনন্য বিষয়গুলো।

৫. আল্লাহ তায়ালা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন তার অন্যায় ব্যবহার থেকে বিরত থেকে শুকরিয়া আদায় করা যায় যেমনঃ আমাদের শরীরের প্রত্যেকটি অজ্ঞপ্রতজ্ঞের ব্যপারে চোখ কে হারাম দেখা থেকে, হাতকে হারাম কাজ করা থেকে, পা কে হারাম দিকে যাওয়া থেকে বিরত রেখে শুকরিয়া আদায় করা এমনিভাবে জীবনের সর্বক্ষেত্রে।

মোটকথা আমরা পাঁচভাবে শোকর আদায় করতে পারি :

১. মুখের মাধ্যমে শোকর।

২.অন্তরের মাধ্যমে শোকর।

৩. আমলের মাধ্যমে শোকর।

৪. নিআমতের সঠিক ব্যবহারের মাধ্যমে শোকর।

৫. নিআমতের অন্যায় ব্যবহার থেকে বিরত থাকার মাধ্যমে শোকর।

আল্লাহ তায়ালা আমাদেরকে শুকরিয়া আদায় করে তাঁর অনুগতশীল বান্দা হওয়ার তাওফিক দান করুন। আমিন৷

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৩১ মে, ২২