আত্মহত্যাকারীর জানাযার নামায ও তার পরিণাম

ইসলামী জিন্দেগীমৃত্যু ও আনুষঙ্গিক২২ ফেব, ২১

প্রশ্ন

কোন মুসলমান যদি কীটনাশক ঔষধ পান করে অথবা গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে, তাহলে তার জানাযা পড়া যাবে কি? এবং এর পরিণতিতে তাকে কিরুপ শাস্তি ভোগ করতে হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আত্মহত্যা মহাপাপ- এতে বিন্দুমাত্রও সন্দেহের অবকাশ নেই, তবে ইসলামী শরী‘আতে সকল মুসলমানের জানাযা পড়ার নির্দেশ রয়েছে। তাই এমন ব্যক্তিরও জানাযা পড়তে হবে। তবে সমাজের বরেণ্য ও অনুসরণীয় আলিমগণ মানুষকে এ অন্যায়ের জঘন্যতা বুঝানোর জন্য এরুপ ব্যক্তির জানাযায় অংশগ্রহণ করা থেকে যদি বিরত থাকেন, তাহলে এরও অবকাশ আছে। তবে তার আত্মীয়-স্বজন ও সাধারণ লোকেরা অবশ্যই তার জানাযার নামাযের ব্যবস্থা করবে। জানাযার নামায না পড়ে দাফন করবে না।

আর আত্মহত্যার শাস্তির ভয়াবহতা সম্পর্কে একটি হাদীসে ইরশাদ হয়েছে- “যে ব্যক্তি যেভাবে আত্মহত্যা করবে, সে সেভাবেই জাহান্নামে শাস্তি ভোগ করতে থাকবে।” উদাহরণ স্বরূপ বলা যায়, যে ব্যক্তি কীটনাশক ঔষধ পান করে আত্মহত্যা করবে, সে জাহান্নামেও তাই পান করতে থাকবে এবং উক্ত কীটনাশক পান করার দরুন যন্ত্রণা ভোগ করতে থাকবে। অন্য হাদীসে ইরশাদ হয়েছে- “আত্মহত্যাকারী চিরকাল জাহান্নামে থাকবে। অথাৎ তার শাস্তি খুব কঠিন ও দীর্ঘায়িত হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আদু-দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ২১১
  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ২১১
  • মিশকাত শরীফ, পৃষ্ঠা: ৫২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১