অপ্রাপ্ত বয়স্ক সন্তানের মালের উপর যাকাত ফরয হয় কি-না?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
যাকাত ফরয হওয়ার জন্য আকেল অর্থাৎ সুস্থ মস্তিকসম্পন্ন ও প্রাপ্তবয়স্ক হওয়া জরুরী। সুতরাং অপ্রাপ্ত বয়স্ক সন্তানের মালের উপর যাকাত ফরয নয়।
- والله اعلم باالصواب -