অন্যের পক্ষ থেকে রোযা কাযা করার হুকুম

ইসলামী জিন্দেগীরোজা১৯ ফেব, ২১

প্রশ্ন

স্ত্রীর কাযা রোযা স্বামী আদায় করতে পারবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

স্ত্রীর রোযার কাযা স্বয়ং স্ত্রীরই আদায় করতে হবে। স্বামী অথবা অন্য কেউ আদায় করলে তা আদায় হবে না

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৪০২
  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৪২২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ ফেব, ২১