নামাযে টুপি মাথা থেকে পড়ে গেলে করণীয়

মাসিক আল কাউসারনামায৩১ ডিসেম্বর, ২০

প্রশ্ন

নামায পড়া অবস্থায় বিভিন্ন কারণেই অনেকসময় মাথা থেকে টুপি খুলে পড়ে যায়। এক্ষেত্রে করণীয় কি? টুপি উঠিয়ে মাথায় পরে নিতে হবে, না মাথা খোলা অবস্থায়ই নামায পড়ব? সঠিক সমাধান জানতে চাচ্ছি।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নামায অবস্থায় টুপি পড়ে গেলে সেজদা বা বসা অবস্থায় এক হাত দিয়ে উঠিয়ে নেওয়া উত্তম। কিন্তু যদি এক হাত দিয়ে মাথায় পরা সম্ভব না হয় তাহলে টুপি না উঠিয়ে মাথা খোলা অবস্থায়ই বাকি নামায সম্পন্ন করবে। এক্ষেত্রে মাথা খোলা অবস্থায় নামায পড়লে কোনো অসুবিধা হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৩
  • শরহুল মুনইয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৪২
  • মুখতারাতুন নাওয়াযিল, খন্ড: , পৃষ্ঠা: ৩২০
  • হালবাতুল মুজাল্লি, খন্ড: , পৃষ্ঠা: ৪০৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৩১ ডিসেম্বর, ২০