তালের টুপি, চাটাইয়ের টুপি মুসল্লীদের জন্য সারিবদ্ধভাবে মসজিদে রেখে দেয়া হয় এবং এই টুপি পরে নামায পড়া হয়। এটা কেমন?
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
নামাযের সময় তালের টুপি বা চাটাইয়ের টুপি পরিধান করা উচিত নয়। কারণ-যে টুপি পরে লোক সমাজে যেতে শরম বোধ হয়, নামাযের সময় সেরুপ টুপি বা লেবাস পরিধান করা অনুচিত এবং এরকম টুপি মসজিদে রাখাও অনুচিত।
- والله اعلم باالصواب -